নবীনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ৫


প্রকাশিত: ১০:৫৯ এএম, ০১ এপ্রিল ২০১৬

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার বীরগাঁও এলাকায় এই নব-নির্বাচিত চেয়ারম্যান কবির আহমেদ (ঘোড়া) ও কবির মেম্বর (আনারস) এর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সংঘর্ষে আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অাহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানায়, সকালে কবির মেম্বরের পক্ষের ৪/৫ জন বীরগাঁও থেকে নবীনগরের দিকে যাওয়ার সময় কবির আহমেদ এর লোকজন তাদের উপর অতর্কিতভাবে হামলা করে এবং মারধর করে। এসময় তারা নবীনগরে না গিয়ে বীরগাঁও ফিরে আসে।

পরে কবির আহমেদের লোকজন বীরগাঁও এলাকায় একটি বিজয় মিছিল বের করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পাঁচজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে বীরগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো পক্ষ মামলা দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।