শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মতিয়া চৌধুরী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ী শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল। এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজি মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
পরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
বুধবার পর্যন্ত এ আসনে কেবল মতিয়া চৌধুরী মনোনয়নপত্র জমা দিলেন। তবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আবু সাইদ আঙ্গুর নামের এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন প্রার্থী নিজেই।
ইমরান হাসান রাব্বী/এসআর/এমএস