নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা


প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০১ এপ্রিল ২০১৬

নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভওয়াখালী গ্রামবাসীর আয়োজনে নড়াইল পৌরসভার ভওয়াখালী-বাহিরডাঙ্গার বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

যশোর, নড়াইলসহ বিভিন্নস্থান থেকে ১৬টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নড়াইলের কালিয়া উপজেলার সিংগাড়ী গ্রামের মহর মোল্লাকে সেলাই মেশিন, দ্বিতীয় স্থান অধিকারকারী যশোরের বাঘারপাড়ার মোরাদ হোসেনকে বাইসাইকেল এবং তৃতীয় স্থান অধিকারী নড়াইল সদর উপজেলার নলদিরচরের ভক্ত বিশ্বাসকে টেবিল ফ্যান পুরস্কার দেওয়া হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইল পৌরসভার ডেপুটি মেয়র রেজাউল বিশ্বাস। এসময় সংরক্ষিত কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

ঘোড়দৌড় উপলক্ষে দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
 
হাফিজুল নিলু/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।