কৌতুক অভিনেতা চিকন আলীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

নওগাঁ-৩ আসনে স্বতন্ত্রপ্রার্থী কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলীসহ পাঁচ প্রার্থীর মনোনয় বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মো. গোলাম মওলা তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

তিনি জানান, মনোনয়নের সঙ্গে যুক্ত ভোটার তালিকায় অসঙ্গতি, মামলার তথ্য গোপন, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কার বিবরণীর তথ্য জমা না দেওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

আরও পড়ুন: চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল 

বাকিরা হলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডিএম মাহবুব-উল মান্নাফ, বিএনএফ প্রার্থী জাবেদ আলী, এনপিপি প্রার্থী স্বপন কুমার দাস ও জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা।

তবে নৌকার প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জাকের পার্টির প্রার্থী আলাল হোসেন ও আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী সাবেক সংসদ সদস্য প্রয়াত আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরীর মনোনয়ন সোমবার বিকেল ৪টা পর্যন্ত স্থগিত রাখা হয়।

মনোনয়ন বাতিল প্রসঙ্গে শামিনুর রহমান ওরফে চিকন আলী বলেন, যেহেতু মাঠে নেমে পড়েছি সেহেতু আপিল করতেই হবে। আমাদের কাজ জনগণ নিয়ে। রাজনীতি করলে মানুষের খুব কাছাকাছি থাকা যায়। আমি অবশ্যই আপিল করব।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।