শিল্প প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হানাহানি আমেরিকার কারসাজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হানাহানি আমেরিকার কারসাজি। আমেরিকানরা ফিলিস্তিনে নারী-পুরুষ, শিশুসহ ১৭ হাজার মুসলিমকে হত্যা করেছে। আমেরিকার বাইডেন এ হত্যাকে সমর্থন করেছে। আর আমেরিকা মানুষ হত্যা করে মানবতার কথা বলে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর বাবা-মা ও বড় ছেলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে কে আসলো কে আসলো না এটা বড় কথা নয়। বড় কথা হলো নির্বাচন সংবিধান অনুযায়ী হচ্ছে কিনা। রাষ্ট্রের মালিক জনগণ। ভোটের মালিকও জনগণ। ভোটের মাধ্যমে জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হানাহানি আমেরিকার কারসাজি

আরও পড়ুন: ‘দেশ কি আমেরিকার কাছে বন্ধক দিয়েছি?’

তিনি বলেন, দেশের উন্নয়নে বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এক সময় বলা হতো আওয়ামী লীগকে ভোট দিলে উলুধ্বনি শোনা যাবে। এখন আওয়ামী লীগকে ভোট দিলে আজানের ধ্বনি শোনা যায়। প্রতিটি উপজেলায় মডেল মসজিদের মাধ্যমে ইসলামিক পাঠাগার ও গবেষণাগার নির্মাণ করে দেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা।

এসময় ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।