যশোরে ট্রাকচাপায় নিহত ২
যশোরে চৌগাছায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসম্বর) সন্ধ্যায় যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজলোর পাশাপোল ইউনিয়নের মালিগাতি গ্রামের মৃত আলী বক্সের ছেলে নুর ইসলাম (৪০) এবং একই ইউনিয়নের দুড়িয়ালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আয়ুব হোসেন (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে বাজার থেকে নূর ইসলাম আয়ুব হোসেনকে নিয়ে মোটরসাইকেলে চড়ে ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছার পলুয়া গ্রাম মসজিদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ট্রাক ফেলে চালক ও তার সহযোগী কপোতাক্ষ নদ পার হয়ে পালিয়ে যান। পরে পুলিশ নিহতদের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠায়।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জাফরিন জাগো নিউজকে জানান, ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে।
মিলন রহমান/এনআইবি/এমএস