নেত্রকোনা

নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অটোরিকশা চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

নেত্রকোনার মদনে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে জয় হোসেন (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তার মরদেহ মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

নিহত জয় হোসেন জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত নূরুল আমীন (৫৮) নামে এক যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ জানায়, জয় হোসেন মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগতরাতে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে মদনের দিকে ফিরছিলেন। মদন-কেন্দুয়া সড়কে বাররী বাজারে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঞ্জার খালে পড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী নূরুল আমীন আহত অবস্থায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তবে চালক খালে পড়ে যান। সেখানেই তার মরদেহ পাওয়া যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জাগো নিউজকে বলেন, খালে পড়ে অটোরিকশার চালক নিহত হয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।