সাবানের মোড়কে মিললো ৮ হাজার ইয়াবা, কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩

নওগাঁয় লাক্স সাবানের মোড়কে লুকিয়ে রাখা সাড়ে আট হাজার ইয়াবাসহ বুলবুল আহম্মদ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চকমুক্তার এলাকা থেকে তাকে আটক করা হয়। বুলবুল পত্নীতলা উপজেলার ভগবানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুলবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

কয়েকদিন ধরে র‌্যাবের গোয়েন্দা দল বুলবুলের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁর চকমুক্তার এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় লাক্স সাবানের মোড়কে লুকিয়ে রাখা আট হাজার ৫৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক ওই মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মশিউর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।