নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:১২ এএম, ১৭ ডিসেম্বর ২০২৩

নওগাঁর মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মহাদেবপুর-ছাতড়া সড়কের বাছড়া মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাচ্চু মৃধা (৩৩), গণপুর গ্রামের শহিদুল ইসলাম (২৬) ও হাফিজুর রহমান (৪০), মহাদেবপুর উপজেলার মালাহার গ্রামের দেলোয়ার হোসেন (৪৫) ও ইমরান হোসেন (৩৩)।

নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাছড়া মোড় এলাকায় ১০-১২ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাকু, রডসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে মহাদেবপুরসহ বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

মশিউর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।