গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, পল্লীবিদ্যুতের শ্রমিককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:২০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে জহিরুল ইসলাম (২৭) নামে পল্লীবিদ্যুতের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছেন আরেকজন। এসময় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা কুয়াকাটা মহাসড়কে বশাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাওসারকে আটক করেছে পুলিশ।

জহিরুল ইসলাম ইটবাড়িয়া ইউনিয়নের শারিখখালী গ্রামের জাকির আকনের ছেলে। অপরদিকে আহতরা হলেন- শারিখখালী গ্রামের ইউসুফ আকনের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২০)।

আরও পড়ুন: ডকইয়ার্ড শ্রমিককে কুপিয়ে হত্যা

পুলিশ ও পল্লীবিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রতিদিনের মতো মহাসড়কের পাশে থাকা গাছের ডাল কাটতে সকাল ৮টার দিকে পটুয়াখালী পল্লীবিদ্যুতের গাড়িতে করে সাত শ্রমিক গলাচিপার বাদুরায় রওনা দেয়। পথে পক্ষিয়া বাজারে চলন্ত গাড়িতে গাছ কাটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে পাশে থাকা গাছ কাটার দা দিয়ে কওসা নামের এক শ্রমিক এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে আহত করেন। এসময় ঘটনাস্থলে জহিরুল ইসলাম মারা যান। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।