কিশোরগঞ্জ

আন্দোলনে নিষ্ক্রিয় থাকায় ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

চলমান সরকারি বিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় থাকার অভিযোগে কিশোরগঞ্জ ছাত্রদলের ১০ নেতাকে শোকজ করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি স্বাক্ষরিত প্রত্যেককে এ চিঠি দেয়া হয়েছে। শোকজ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

তারা হলেন, নিকলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুল ইসলাম রাসেল, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল, কিশোরগঞ্জ সদর পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তাদির রহমান বাবু, মিঠামইন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তুষার আহমেদ শান্ত, ভৈরব পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. হিসাম রহমান, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. জুনাঈদ মাহমুদ, পাকুন্দিয়া পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম সবুজ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কারার ইমরান মাহাদী নিয়ন, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক মিয়া ও হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাছুম হাসান।

১৭ ডিসেম্বর রাতে দেওয়া এ চিঠিতে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ ইউনিটের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ থেকে চলমান সরকার বিরোধী আন্দোলন থেকে নিজেকে আড়ালে রেখেছেন। ফলে আপনার ইউনিট আন্দোলনে বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চিঠিগুলো তাদের কাছে পৌঁছানো হয়েছে।

এসকে রাসেল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।