ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর রায়চরণ-তারিণীচরণ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ ও একই উপজেলার টিওরদা গ্রামের আবসার শেখের ছেলে নাজমুল হোসেন।

স্থানীয়রা জানান, হাটগোপালপুর থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে হাটগোপালপুর কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি সবজিবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিপুল ও আরোহী নাজমুল গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তারা মারা যান।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন-উর-রশীদ জানান, বিকেলে হাটগোপালপুর থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুজন রোগী এসেছিলেন। সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মিলন রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।