নওগাঁ কারাগারে বিএনপি নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

নওগাঁ জেলা কারাগারে মো. মতিবুল মণ্ডল (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মতিবুল মণ্ডল পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার মৃত আবেজ উদ্দীনের ছেলে। তিনি নজিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁর জেল সুপার মো. নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মতিবুল মণ্ডল মারামারি ও বিষ্ফোরক মামলার আসামি ছিলেন। তিনি ২৭ নভেম্বর কারাগারে আসেন। গত ১৪ ডিসেম্বর হঠাৎ করে অসুস্থ হলে তাকে জেলা কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৫৬ মিনিটে মারা যান। কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পত্নীতলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল হামিদ বলেন, মতিবুল নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নাশকতার মিথ্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। অসুস্থতায় মারা গেছেন বলে শুনেছি।

মশিউর রহমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।