প্রধানমন্ত্রী সততার সঙ্গে দেশ পরিচালনা করছেন:তোফায়েল আহমেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা। আর সেই পতাকা নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি দেশ পরিচালনা করছেন। বাংলাদশকে তিনি আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশে রুপান্তরিত করেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন নির্বাচন উপলক্ষে এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

jagonews24

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার আমলে বাংলাদশের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতার আমলে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আবারও নৌকা মার্কায় ভোট দেওয়া আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা কমিটির সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ইউনুছসহ প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।