ঢাকার বাইরে একমাত্র বৈদ্যুতিক যান চার্জিং স্টেশন যশোরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

ঢাকার বাইরে যশোরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের খয়েরতলা এলাকায় অবস্থিত এ স্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমান।

টেকসই এনার্জি সল্যুশন প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে স্টেশনটি চালু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেন, বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য ঢাকার বাইরে কোনো চার্জিং স্টেশন ছিল না। যশোরে ওজোপাডিকো ও মিউলিটিক কোম্পানির যৌথ উদ্যোগে পাইলটিং (পরীক্ষামূলকভাবে) হিসেবে এটা চালু করা হলো। এরপরে সারাদেশে হয়তো বেসরকারি উদ্যোগে পেট্রােল পাম্পের মতো হাজার হাজার লাখ লাখ চার্জিং স্টেশন চালু হবে।

তিনি বলেন, নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এ মুহূর্তে বৈদ্যুতিক চার্জিং গাড়ির সংখ্যা খুব কম। উদ্যোক্তাদের যাতে লোকসান না হয় সেজন্য প্রতিঘণ্টায় চার্জিং এর একটি ফি নির্ধারণ করে দেওয়া হবে।

মিউলিটিক এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবাইয়াত ইসলাম সাদাত বলেন, এ অঞ্চলে প্রথম ইভি চার্জিং স্টেশন উদ্বোধনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ উদ্যোগে ওজোপাডিকোর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত।

তিনি বলেন, বৈদ্যুতিক গাড়ির সম্প্রসারণে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কম হবে। একইসঙ্গে জলবায়ু দূষণ কমবে। যা পরিবেশ ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিনিয়র সচিব হাবিবুর রহমানসহ অতিথিরা ফিতা কেটে স্টেশন উদ্বোধন করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনার শুরুতে কীভাবে এ স্টেশনটি কাজ করবে তা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন মিউলিটিক এনার্জির প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) রাহাত আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ওজোপাডিকোর নির্বাহী পরিচালক প্রকৌশলী শামসুল আলম, প্রকল্প পরিচালক মতিউর রহমান প্রমুখ। আলোচনা শেষে গাড়িতে চার্জ করার পদ্ধতি হাতেকলমে সবাইকে দেখানো হয়।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।