বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ আটক ৪

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩

যশোরের বেনাপোলে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার বারপোতা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আনিছুর রহমান, মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক, মৃত চান্দালী মোড়লের ছেলে ইয়ার আলী ও রুহুল আমিন সরদারের ছেলে আরিফুল ইসলাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে বাড়ির সামনের পুকুর থেকে ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোরসহ দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করেন তারা। জব্দ আলামত ও গ্রেফতারদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।