ফেনীতে রেলপথে নাশকতা ঠেকাতে ১৩০ আনসার মোতায়েন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩

ফেনীতে ২৮ কিলোমিটার রেলপথে ১৩০ আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। রেলপথ নিরাপদ রাখতেই এ সদস্যদের নিযুক্ত করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা আনসার কমান্ড্যন্ট ও পরিচালক জানে আলম সুফিয়ান হাজারী রেলষ্টেশন পরির্দশনকালে এ তথ্য নিশ্চিত করেন। এসময় ফেনী সদর উপজেলা আনসার কর্মকর্তা রেজাউল হক ও ছাগলনাইয়া উপজেলার রিক্তা রানী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের পাশাপাশি ফেনীর রেলপথ সংলগ্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া রেল পুলিশের কয়েকটি টিম ফেনীর ২৮ কিলোমিটার রেলপথ ও রেল ষ্টেশনে সর্তক পাহারায় রয়েছে। এর মধ্যে ফেনী ষ্টেশন, শর্শদী, ধুমঘাট, ফাজিলপুর, কালিদহ সহ রেললাইনের চারটি, ছাগলনাইয়া উপজেলায় ১১টি, ফেনীর অংশে স্থানে স্থানে ব্যাটেলিয়ান ও আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জানে আলম সুফিয়ান জানান, বিএনপির লাগাতার চলমান আন্দোলনের শুরু থেকে ফেনীর রেলপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক গ্রুপে বিভক্ত করে ব্যাটেলিয়ন ও সাধারণ আনসার ভিডিপির সদস্যদের পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। এরা বিভিন্ন শিফটের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি আরও জানান, প্রতিদিন রেলপথে দায়িত্বরত আনসার সদস্যদের মনিটরিং করা হচ্ছে। ২৮ কিলোমিটার পথে কয়েকটি ব্রিজ আছে এগুলোকেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না আসা পর্যন্ত এভাবে সর্তক পাহারা চলবে।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।