ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো ট্রাক, চালক-সহকারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২৩

যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি মালবাহী ট্রাক। এতে ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক পারভেজ ও তার সহকারী নাজমুল। পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে, নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে।

jagonews24

স্থানীয় সূত্র জানায়, ভোরে মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। চিলাহাটি থেকে খুলনা যাচ্ছিল একটি মেইল ট্রেন। ট্রেনটি যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় ট্রাকটি লাইনে উঠে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ট্রাকটি জব্দ করে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মিলন রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।