নলছিটিতে কাউন্সিলর শ্রীঘরে
ঝালকাঠির নলছিটিতে এক বিধবা নারীকে শ্লীলতাহানির অভিযোগে পৌর কাউন্সিলর পলাশ তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ঝালকাঠির সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নলছিটিতে অভিযান চালিয়ে পৌর কাউন্সিলর পলাশ তালুকদারকে রোববার বিকেলে গ্রেফতার করে।
জানা গেছে, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যন নিজাম উদ্দিন তালুকদারের বিধবা মেয়ে নাজমুন্নাহার কলিকে গত ২৭ মার্চ পৌর কাউন্সিলর পলাশ তালুকদার প্রকাশ্যে শ্লীলতাহানী ও মারধর করে। এ ঘটনায় কলি বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনের অধীনে মামলা দায়ের করেন।
এব্যাপারে ঝালকাঠির সহকারি পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন, নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনের দায়ের করা মামলার কাউন্সিলর পলাশ এজাহার নামীয় আসামি। তাই তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, কাউন্সিলর পলাশ সম্পত্তি দখল, ডাকাতি, সরকারি সম্পদ চুরিসহ কয়েকটি মামলার আসামি।
আতিকুর রহমান/এফএ/আরআইপি