মুন্সিগঞ্জে প্রশিক্ষণের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩

মুন্সিগঞ্জে ড্রাইভিং প্রশিক্ষণের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে কাওসার আহমেদ (২৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের তালেশ্বরে এ ঘটনা ঘটে।

কাওসার আহমেদ মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে।

মুন্সিগঞ্জে প্রশিক্ষণের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

স্থানীয়রা জানান, সকালে প্রশিক্ষণার্থী নিয়ে গাড়িটি তালেশ্বর থেকে মুন্সিগঞ্জের কাটাখালির দিকে যাচ্ছিল। পথে তালেশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গিয়ে প্রশিক্ষক ড্রাইভারসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কালাম প্রধান, চারজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।