ফেনীতে দগ্ধ অবস্থায় কলেজছাত্রীকে উদ্ধার, পাঠানো হলো ঢাকায়
ফেনীতে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন মাশকুরা আক্তার মুমু নামের এক কলেজছাত্রী। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে ওই ছাত্রীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে তার দগ্ধ হওয়ার কারণ জানা যায়নি। তবে ৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে ওই কলেজছাত্রীকে কাউকে উদ্দেশ্য করে বিরক্তি প্রকাশ করে বলতে শোনা যায়, ‘কেউ আগুন লাগায় নাই আমি বলতেছি আপনাকে’।
দগ্ধ কলেজছাত্রী মুমু লক্ষ্মীয়ারা ফাজিল মাদরাসার অফিস সহকারী আবদুল মালেকের মেয়ে। তিনি ফেনী ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, আগুনে ওই ছাত্রীর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম