ফেনী-৩ আসনে লাঙ্গল ও ঈগল প্রতীকের প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২ এএম, ২৬ ডিসেম্বর ২০২৩

 

আচরণবিধি লঙ্ঘন করায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুরী। অভিযানে বৃহৎ পরিসরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী ক্যাম্প স্থাপন ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা করায় তাদের জরিমানা করা হয়।

এসএম অনীক চৌধুরী জানান, অভিযানের সময় লাঙ্গল প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার বিধি ১০(খ) লঙ্ঘন করে ৪০০ বর্গফুটের অধিক স্থানজুড়ে ক্যাম্প স্থাপনের অপরাধে এবং ঈগল প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আচরণ বিধিমালার বিধি ১০(গ) লঙ্ঘন করে আলোকসজ্জার অপরাধে দুই প্রার্থীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

আবদুল্লাহ আল-মামুন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।