ঝালকাঠি প্রেসক্লাবে সভাপতি কাজী খলিল, সম্পাদক আক্কাস সিকদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:০২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩

ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কাজী খলিলুর রহমান (বাংলাদেশ বেতার ও মাছরাঙা) সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) প্রেসক্লাবের হলরুমে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু।

কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে আল আমিন তালুকদার (এখন টিভি) ও মাসউদুল আলম (বাংলা ভিশন), সহসম্পাদক পদে অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজ (প্রথম আলো), কোষাধ্যক্ষ হিসেবে শফিউল ইসলাম সৈকত (ইত্তেফাক) ও দপ্তর সম্পাদক পদে বরকত হোসেন মৃধা (এসএটিভি)।

এর আগে কোনো প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অলোক সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য পদে চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মন্ডল, রতন আচার্য্য, রাজু খান।

আতিকুর রহমান/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।