উপকূলে নৌ দুর্ঘটনা রোধে রিভার সিবল গিয়ার সংযোগের নির্দেশ
ভোলাসহ উপকূলীয় এলাকায় নৌপথে দুর্ঘটনা এড়াতে নৌযান রেজিষ্ট্রেশন করার পাশপাশি রিভার সিবল গিয়ার সংযোগ স্থাপন, রাতে চলাচলের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারসহ নৌ আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন সমুদ্র পরিবহন দফতরের কর্মকর্তারা।
সোমবার দুপুরে স্থানীয় একটি হোটেলের হলরুমে সমুদ্র পরিবহন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে জাহাজ ও লঞ্চ মালিক সমিতির এক বৈঠকে এ নির্দেশ দেয়া হয়। এ সময় জাহাজের শুকানী ও মাস্টারদের পরীক্ষা দিয়ে সনদ নিয়ে নৌযান চালানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া সনদবিহীন জাহাজ চালক এবং ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন নৌযান মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলেও জানান সমুদ্র পরিবহন দফতরের কর্মকর্তারা।
এ সময় নৌপথের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান লঞ্চ ও জাহাজ মালিকরা। এ রহমান এ্যান্ড সন্স লঞ্চ কোম্পানীর মালিক ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সমুদ্র পরিবহন অধিদফতরের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মো. মুইন উদ্দিন জুলফিকার, প্রধান আলোচক সমুদ্র পরিবহনের স্পেশাল অফিসার, নির্বাহী মেজিস্ট্রেট বদরুল হাসান লিটন, সমুদ্র পরিবহন অধিদফতরের জাহাজ পরিদর্শক নুরুল করিম ও মো. মিলন মোল্লা।
অমিতাভ অপু/এফএ/পিআর