মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে শফিজ উদ্দিন চাপরাশি (৭৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকেরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মোশারেফ হোসেন তালুকদারকে আটক করেছে পুলিশ।

jagonews24

নিহত শফিজ উদ্দিন চাপরাশি উপজেলা নিশানবাড়ী গ্রামের মৃত তাছেন উদ্দিন চাপরাশির ছেলে।

নিহতের ছেলে বশির উদ্দিন চাপরাশি জাগো নিউজকে জানান, সকালে বাবা মাঠে গরু চরাতে গেলে প্রতিবেশী মোশারেফ তালুকদার বাধা দেয়। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে তার বাবাকে পিটিয়ে হত্যা করে মোশারেফ তালুকদার।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোশারেফ তালুকদার নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।