মোংলা-রামপালে বিএনপির লিফলেট বিতরণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে বাগেরহাটের মোংলা-রামপালে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ কর্মসূচি পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় মোংলার দিগরাজে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এরপর বেলা ১১টা পর্যন্ত রামপালের চেয়ারম্যান মোড় ও ভরসাপুর এলাকায় লিফলেট বিতরণ করে বিএনপি নেতাকর্মীরা।

এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রুস্তম আলী, সাবেক মোংলা থানা যুবদল সভাপতি আবু হোসেন পনি, বিএনপি নেতা পঙ্কজ বিশ্বাস, শাকির হোসেন, রামপাল থানার সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সদস্য বাবলা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদ, রামপাল থানা যুবদল নেতা গাজী শাহজালাল, রামপাল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক আওয়াল, ছাত্রদল নেতা অপু রায়হান ও সাইফুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

আবু হোসাইন সুমন/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।