নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

নেত্রকোনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে সদর উপজেলার সাতপাই নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কার্যালয়ের চেয়ার-টেবিল ও পোস্টার ছিঁড়ে ফেলে দেয়।

অভিযোগের বিষয়ে প্রার্থীর ভাই অমিত খান শুভ্র জানান, আমাদের কেন্দ্র ভাঙচুর করা হয়েছে। আমি পুলিশকে বলেছি, আমাদের ঈগলের কেন্দ্র ভাঙচুরের সঙ্গে জড়িত যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তদন্ত করে তাদের খুঁজে বের করা হোক।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, নির্বাচনী কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের দুটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।