আমি আপনাদের সেবা করতে এসেছি: সাকিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, আমি আপনাদের সেবা করতে এসেছি। আশা করি ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে সে সুযোগ দেবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। এর চেয়ে বেশি কিছু আমার চাওয়া নেই।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মাগুরায় কছুন্দি ইউনিয়নের রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

সাকিব আল হাসান বলেন, আমি আপনাদের কাছ থেকে নৌকায় শতভাগ ভোট দেওয়ার ওয়াদা নিতে এসেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আপনাদের সেবা করার জন্য।

আমি আপনাদের সেবা করতে এসেছি: সাকিব

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি আবু নাসের বাবলু, কছুন্দি ইউনিয়ন চেয়ারম্যান আবু কাশেম মোল্যা প্রমুখ।

এর আগে মাগুরা-১ আসনে আওয়ামী লীগদলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরার পাইকারি সবজি বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেহেদী হাসান উজ্জ্বলসহ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।