মাদারীপুর

প্রধানমন্ত্রী আসবেন, তাই স্বতন্ত্র প্রার্থীর সব কার্যক্রম বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরের কালকিনিতে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সবধরনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন স্বতন্ত্রপ্রার্থী মোসা. তাহমিনা বেগম।

শুক্রবার (২৯ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের ঈগল মার্কার ৩০ ডিসেম্বর তারিখের বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক অনিবার্য কারণবসত স্থগিত করা হলো।

এ বিষয়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক তৌফিকুজ্জামান শাহিন বলেন, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকিনিতে আসবেন। এতে করে আমরা খুশি। তার আগমন উপলক্ষে আমরা স্বতন্ত্র প্রার্থীর সবধরনের প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়েছি। যাতে করে কোনো ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।

এদিকে শনিবার বিকেল ৩টায় কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের জনসভায় ভাষণ দিবেন বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।