সরকারি জায়গার গাছ কেটে জরিমানা গুনলেন তিন ব্যবসায়ী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩

সরকারি জায়গায় লাগানো ইউকেলিপটাস গাছ অবৈধভাবে কাটার অভিযোগে তিন ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কাটা গাছের গুঁড়িগুলো জব্দ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল খাড়ি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জামরুল ইসলাম, মেসবাউল এবং আনারুল ইসলাম। তারা সবাই দিওড় ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।

Hili

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দিওড় ইউনিয়নের বিজুল খাড়ির পাশে সরকারি জায়গায় লাগানো ইউকেলিপটাস গাছ কাটা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় জড়িত ব্যক্তিদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কাটা গাছের গুঁড়িগুলো জব্দ করা হয়।

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, রাতের অন্ধকারে সরকারি জায়গার গাছ কাটার অপরাধে বন আইন, ১৯২৭ এর ৪২(১) ধারায় তিন ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মো. মাহাবুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।