শেখ হাসিনার অপেক্ষায় কালকিনিবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:৪২ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩

মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ কালকিনি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের মঞ্চে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনিতে শেখ হাসিনার আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছে। নেতাকর্মীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে কাছ থেকে এক নজর দেখার জন্য অপেক্ষায় আছেন। পাশাপাশি শুধু কালকিনি নয়, পুরো জেলাজুড়েই অবস্থান করছে আইনশৃংখলা বাহিনী।

jagonews24

মাদারীপুর সদরের একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-৩ সংসদীয় আসন। এই আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। তিনি স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপর শক্তিশালী প্রার্থী আছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম।

কালকিনির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানারও থাকার কথা আছেন। জনসভায় সভাপতিত্ব করবেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থাপনা করবেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন।

MD-(2).jpg

কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ। এখন আমরা প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছি। তাছাড়া সকাল থেকেই জনসভায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি থানা পুলিশ, জেলা পুলিশ নিরাপত্তার জন্য প্রস্তুত আছে। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করবেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।