লালমনিরহাটে নৌকায় অগ্নিসংযোগ, পাল্টাপাল্টি অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাট-১ আসনে নৌকায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে হাতিবান্ধা উপজেলার হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা মার্কার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পাল্টাপাল্টি অভিযোগ করেন।

স্থানীয়রা জানান, উপজেলার হাটখোলা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির অর্থ পরিকল্পনা বিষয় সদস্য লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী অফিসের সামনে কাঠ ও বিভিন্ন রঙের কাপড় দিয়ে নৌকা প্রতীক বানিয়ে টাঙিয়ে দেয় আওয়ামী লীগের লোকজন। সেই নৌকা প্রতীকে শনিবার ভোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আওয়ামী লীগের লোকজন বিক্ষোভ করেন।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের ঈগল পাখীর সমর্থকরা বলেন, ঈগল পাখীর নির্বাচনী অফিসের সামনে নৌকার সমর্থকরা যখন নৌকা মার্কা টাঙায় তখনই আমরা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেছি। রাতের আঁধারে তারাই নৌকায় অগ্নিসংযোগ করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলিনা বেগম বলেন, অগ্নিসংযোগের কথা শুনে সকালে ঘটনাস্থলে এসেছি। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, হাতীবান্ধায় নৌকা মার্কার জনপ্রিয়তায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন প্রতীকে অগ্নিসংযোগ করেন। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ নেবো।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, ঈগল পাখির সমর্থন দেখে একের পর এক আমাদের কর্মীর ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুর করছে আওয়ামী লীগের লোকজন। রাতের আঁধারে পরিকল্পিতভাবে নৌকায় অগ্নিসংযোগ করেছে তারা। এখন আমাদের কর্মীদের ওপর দোষ চাপানো হচ্ছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে দুই কর্মকর্তা পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।