গণসংযোগে সাকিব
আমাকে ভোট না দিলেও সমস্যা নেই, কিন্তু আপনারা ভোটকেন্দ্রে যাবেন
মাগুরা-১ আসনের নৌকার মাঝি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান শনিবার (৩০ ডিসেম্বর) দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। শনিবার সকালে তিনি মাগুরা শহরের কলেজ পাড়ায় উঠান বৈঠক করেন। বিকেলে মাগুরার মঘি ইউনিয়নবাসী সাকিবকে নিয়ে নির্বাচনী সভা করেছেন।
শহরের কলেজ পাড়ায় প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজুর রহমান খান, সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, মাগুরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এস্কেন্দার আজম বাবলু, সাবেক প্রসিকিউটর শফিকুল ইসলাম মোহন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী, স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু রেজা নান্টু। এ সময় সাকিবের সঙ্গে ছিলেন সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেহেদী হাসান উজ্জলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
উঠান বৈঠকে সাকিব আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় সাকিব আরও বলেন, আমাকে ভোট না দিলেও সমস্যা নেই। কিন্তু আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন এটাই আমার চাওয়া। কারণ আমি শুনেছি এই কলেজ পাড়ায় ঢাকার গুলশান বনানীর মতো এলিট শ্রেণির মানুষের বসবাস। আপনারা নাকি ভোট দিতে যান না। সেজন্য আপনাদের কাছে আমার দাবি আপনারা আগামী ৭ তারিখে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভোট দিয়ে আসবেন। সেটা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন।

এদিকে বিকেলে নানা বাদ্যের তালে তালে নেচে গেয়ে পুষ্পমাল্য দিয়ে মাগুরার মঘি ইউনিয়নবাসী সাকিবকে নিয়ে নির্বাচনী সভা করেছেন। অন্যদিকে শহরের কলেজ পাড়ায় তাকে ঘিরে উঠান বৈঠকের পাশাপাশি সেলফি ও অটোগ্রাফ উৎসব করেছেন বাসিন্দারা।
বিকেলে মঘি ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী এ জনসভায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আসেন সাকিব। সঙ্গে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। সাকিবের জন্য তিনি ভোট চান।
মঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রশিদ বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সস্পাদক পঙ্কজ কুন্ড, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, মঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাহেনাসহ জেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মিলন রহমান/এফএ/জেআইএম