তেঁতুলিয়ায় তাপমাত্রা বাড়লেও বেড়েছে শীতের প্রকোপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি বেড়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে রাতভর ঘন কুয়াশা ছিল। তবে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা। তবে হিমশীতল বাতাসে সকাল ১০টার পরও কনকনে শীত অনুভূত হয়।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ১৬ ডিসেম্বর থেকে তেঁতুলিয়ায় টানা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

জেলা শহরের মসজিদ পাড়ার অটোরিকশাচালক আলমগীর হোসেন বলেন, ‘কয়েকদিন ধরে দিনে বেশ রোদ থাকে। তবে বিকেলের পর শুরু হয় কুয়াশা আর ঠান্ডা বাতাস। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে ঠান্ডা লাগে। আমাদের সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হয়। এজন্য আয়ও কমে গেছে।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শনিবারের চেয়ে রোববার তাপমাত্রা বেড়েছে। তবে ১৬ ডিসেম্বর থেকে তেঁতুলিয়ায় টানা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

সফিকুল আলম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।