ফেনীতে জন্মদিনের কেক কাটলেন ওবায়দুল কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:০৯ পিএম, ০১ জানুয়ারি ২০২৪

ফেনীতে কেক কেটে নিজের ৭১তম জন্মদিন উদযাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছরের প্রথম দিন সকালে জন্মদিন উপলক্ষে কেক কাটেন তিনি।

গত তিন দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ নিজ নির্বাচনী এলাকায় প্রচার শেষে ৩১ ডিসেম্বর রোববার ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর ফেনী শহরের দক্ষিণ সহদেবপুরে নতুন বাড়িতে রাতযাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেখানেই জন্মদিন পালন করেন ওবায়দুল কাদের।

জন্মদিনে ওবায়দুল কাদেরের সঙ্গে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌরসভার মেয়র ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।

ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী ওবায়দুল কাদেরের জন্মদিন পালনের তথ্য নিশ্চিত করে জানান, এ বিশেষ দিনে তিনি সকলের দোয়া কামনা করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।