দিনাজপুরে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কনকননে শীত ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

মঙ্গলবার (২ জানুয়ারি) চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিস।

দিনাজপুরে শৈতপ্রবাহ শুরু, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

সকাল থেকে জেলার পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। যানবাহনগুলো দিনের আলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও সূর্যের দেখা মিলেনি। শীতের কারণে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। সকাল থেকে মাঠেঘাটে কৃষি শ্রমিকদের উপস্থিতি ছিল খুবই কম। স্বল্প আয়ের মানুষজন খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

দিনাজপুরে শৈতপ্রবাহ শুরু, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপামাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এ অবস্থা কয়েক দিন চলবে বলে জানান তিনি।

এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।