আওয়ামী লীগের মিছিলে হাতির পিঠে নৌকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

মেহেরপুর-১ আসনে হাতির পিঠে নৌকা নিয়ে নির্বাচনী মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও নৌকার প্রার্থী ফরহাদ হোসেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে হাতির পিঠে নৌকা দেখে রাস্তার দুপাশে উৎসুক জনতা ভিড় করেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও নারী কর্মীরা মিছিলে অংশ নেন।

আসিফ ইকবাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।