মেহেরপুরে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার
মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের মাঠ থেকে প্রবাসফেরত যুবক মিজানুর রহমান মিলনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মিলন দিঘির পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহতের পিতা নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে ছিল। দুমাস হলো দেশে ফেরত আসে। দেশে এসে তার পাঠানো টাকা নিয়ে তার স্ত্রীর সঙ্গে কলহ তৈরি হয়। পরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। মিলনের সঙ্গে যোগাযোগ করে না সে।
তিনি আরও জানান, শুক্রবার ভোরে মিলন বাড়ি থেকে বের হয়। মিলনের খোঁজ না পেয়ে সকালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় কৃষকরা মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর কিভাবে মিলন মারা গেছেন তার প্রকৃত কারণ জানা যাবে।
আসিফ ইকবাল/এনআইবি/জিকেএস