লালমনিরহাট-১

নৌকা প্রার্থীর সহকারীসহ ২০ জনের নামে মামলার নির্দেশ ইসির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

লালমনিরহাট-১ আসনে নৌকার প্রার্থী মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী ও হাতীবান্ধা উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ ২০ জনের বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি ভঙ্গের অভিযোগে মামলা দায়েরের নিদের্শ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ এ নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে নির্বাচনী অনুসন্ধান কমিটির সুপারিশে জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে ও থানায় নিয়মিত অভিযোগ দায়েরের বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

ওই নির্দেশপত্রে উল্লেখ করা হয়, আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ তার লোকজন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী অফিস তৈরিতে বাঁধাসহ ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে আচারণবিধি লঙ্ঘন হয়েছে।

ওই পত্রে আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ যাদের নাম রয়েছে তারা হলেন, ফেরদৌস হোসেন, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, হাসান আলী, আসাদ হোসেন, নুরুন্নবী, রবিউল ইসলাম খান, শফিক হোসেন, শাহেদুল ইসলাম, এসকে, শহিদুল ইসলাম, ওমেদ আলী, রাজন মিয়া, রাশেদুল ইসলাম রানা, রুবেল, ইলিজা বেগম, রেনুকা বেগম রেনু, নুরুনব্বী ও এরশাদ।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলে ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টার করেও তিনি ফোনটি রিসিভ করেননি।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।