সংসদ নির্বাচন

চাঁদপুরে ২৪ ঘণ্টার জন্য সবধরনের নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৭ জানুয়ারি ২০২৪

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৬ জানুয়ারি) রাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা চাঁদপুরে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, ইঞ্জিনচালিত ছোট নৌযান ভোটারদের চলাচলের জন্য চালু থাকবে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. বছির আলী খান।

এ বিষয়ে বিআইডাব্লিউটিএ চাঁদপুর নদীবন্দর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে নির্বাচন সংক্রান্ত বিশেষ নৌ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এতে বলা হয়, নির্বাচন কমিশনার সচিবালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার পৃথক স্মারকে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা চাঁদপুর, কুমিল্লা, শরীয়তপুর ও লক্ষ্মীপুর জেলার সংসদীয় এলাকায় লঞ্চ, ইঞ্জিনচালিত সবধরনের (ইঞ্জিনচালিত ছোট নৌযান ছাড়া) নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

শরীফুল ইসলাম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।