বিরামপুরে থেমে থাকা ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ এএম, ০৭ জানুয়ারি ২০২৪

দিনাজপুরের বিরামপুর উপজেলায় থেমে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে শহরের ঘাটপাড় এলাকায় দালাল অফিসের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাকের মালিক নাজমুস সাকি সোহেল বলেন, প্রতিদিনের মতো আজও আমি এখানে গাড়ি রাখি। রাত দশটা ৬ মিনিটের দিকে জানানো হয় আমার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, বিরামপুর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকের মালিক অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহাবুর রহমান/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।