এজেন্ট না আসায় ভোটগ্রহণে দেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৭ জানুয়ারি ২০২৪

ঘড়ির কাটা ৮টা ১৫ মিনিট। কেন্দ্রের ভেতরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ছোটাছুটি। তখন ভোটার এসেছেন দুই একজন। কিন্তু ভোট নেওয়া সম্ভব হয়নি। কারণ সব প্রার্থীদের এজেন্ট এসে পৌঁছাতে পারেননি কেন্দ্রে।
রোববার (৭ জানুয়ারি) বাগেরহাট-০৩ আসনের মোংলা উপজেলায় চালনা বন্দর ফাজিল মাদরাসা কেন্দ্রের চিত্র এটি।

মোংলা উপজেলায় ৪৮টি কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। তবে বেশ কয়েকটি কেন্দ্রেই ৮টা ১০-১৫ মিনিট পর থেকে শুরু হয়।

চালনা বন্দর ফাজিল মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দিপায়ন মন্ডল বলেন, এক দুইজন ভোটার এসেছেন। তবে সব প্রার্থীদের এজেন্ট এখনও এসে পৌঁছাতে পারেননি। এজন্য ভোট নেওয়া সম্ভব হয়নি। নৌকা, ঈগল, নোঙ্গর ও লাঙ্গলের এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসেননি। তবে যে চার প্রার্থীর এজেন্ট এসেছেন তা দিয়ে এখনই ভোট শুরু করছি।

বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনে নৌকা, ঈগল, মশাল, লাঙ্গল, নোঙ্গর, সোনালী আঁশ ও ডাব প্রতীকের সাতজন প্রার্থী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে নারী পুরুষ মিলে মোট ভোটার রয়েছেন দুই লাখ ৫৪ হাজার ৮৯৫ জন।

আবু হোসাইন সুমন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।