ভোট দিয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

‘এরআগে এতো উৎসবমুখর পরিবেশে ভোট দেখিনি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিজের ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট প্রদান শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমি ছোটকাল থেকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে জড়িত। এতো উৎসবমুখর পরিবেশে কখনো ভোট দেখিনি। এবার নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলা বা এক প্রার্থীর সঙ্গে আরেক প্রার্থীর লোকের ওপর সহিংসতার ঘটনা বিরল। যা ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন।

ele

তিনি বলেন, এত শীত ও কুয়াশার মধ্যে মানুষ ভোট দিচ্ছে। আমি দুটি কেন্দ্র ঘুরেছি। এরমধ্যে ৮টা ২০ মিনিটের মধ্যে ১৫০ জন ভোটারকে ভোট দিতে দেখেছি। এটার মাধ্যমেই বোঝা যায় মানুষের মধ্যে কী পরিমাণ ভোটদানের আগ্রহ আছে। সূর্য উঠলে সকাল ১০-১১টার মধ্যে ভোটারদের মেলা বসে যাবে। আমার মনে হয় এই দৃশ্য সমগ্র বাংলাদেশের।

নিজের বিজয়ের বিষয়ে তিনি বলেন, ৫৪ সাল থেকেই এই এলাকার মানুষ নৌকার সঙ্গে ছিল। নৌকার বাইরে কখনোই যায়নি। আমার বিশ্বাস নৌকার বাইরে কখনো যাবে না।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।