পাটগ্রামে ৩ ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৭ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রামে তিনটি ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে পাটগ্রামের এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাটগ্রাম উপজেলার ভোটকেন্দ্রের বাইরের রাস্তায় বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী বাজার, স্টেশন মোড় ও উফারমারা মেডিকেল মোড় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জাগো নিউজকে বলেন, এ ঘটনার পর থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ভোট দানে কোনো বাঁধার সৃষ্টি হয়নি।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভোট সুন্দর ও সুষ্ঠুভাবে চলছে।

রবিউল হাসান/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।