ছুটি নেই শ্রমিকদের

‘নাম বললে চাকরি থাকবে না’

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

নির্বাচন কমিশনের পক্ষ থেকে শতভাগ ভোটার উপস্থিতি করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলছে ভোট গ্রহণও। এজন্য ভোটের দিন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধও রাখা হয়েছে। তবে ব্যতিক্রম বাগেরহাট-০৩ আসনের মোংলায় অবস্থিত মোংলা ইপিজেডে 'গুওয়াংজু' নামের চায়নিজ প্রতিষ্ঠিানটি।

রোববার (৭জানুয়ারি) ভোটের দিন সকালে নাম গোপন রাখার শর্তে ওই কারখানার কয়েকজন শ্রমিক এ তথ্য জানান। তারা বলেন, তাদের দিয়ে ওভার টাইম (অতিরিক্ত কর্মঘণ্টা) করানো হচ্ছে। অনুরোধ করে এই শ্রমিকরা বলেন, নাম বলবেন না, নাম বললে চাকরি থাকবেনা।

খোঁজ নিয়ে জানা যায়, সুতা তৈরির চায়নিজ কারখানায় কর্মরত শ্রমিকদের ছুটি মেলেনি। তারা বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) ভোটার বলে জানা গেছে। শনিবার (৬জানুয়ারি) রাত থেকে তাদের ওই ফ্যাক্টরিতে আটকে রাখা হয়েছে।

মোংলা ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা) নির্বাহী পরিচালক মাহাবুব আহমেদ সিদ্দিক বলেন, 'সুতা তৈরির এই চাইনিজ কারখানায় ১০০ শ্রমিক রয়েছেন। ভোটের দিন যদি ওই কারখানা কর্তৃপক্ষ সেই শ্রমিকদের ছুটি না দেয়, তাহলে আমি এখনই ব্যবস্থা নিব'।

বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, আজ ভোট উপলক্ষ্যে সরকারি ছুটি। শ্রমিকদের ছুটি না দেওয়ার বিষয়টি দুঃখজনক। এটি হওয়ার কথা না। ফ্যাক্টরি কর্তৃপক্ষ এটা ঠিক করেনি।

আবু হোসাইন সুমন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।