লক্ষ্মীপুরে জাল ভোট দেয়ায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের দুই কেন্দ্রে জাল ভোট দেওয়ায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আসনের কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেরোয়া ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কেন্দ্র পরিদর্শনকালে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, মো. বাবলা ও হারুনুর রশিদ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ফারহানা ভূঁইয়া বলেন, অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাবলা ভোট দেয়। তিনি নৌকার কর্মী বলে জানা গেছে। অন্য কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অপরাধে হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। তাদেরকে রায়পুর থানা হেফাজতে পাঠানো হয়েছে।

কাজল কায়েস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।