জামালপুর-৪

৫ ঘণ্টায় ভোট পড়েছে ২২ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

ঢিলেঢালা ভাবেই চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিছুক্ষণ পর পর দেখা মিলছে ভোটারদের। সকালে কিছুটা লাইন থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভোটার শূন্য হয়ে পড়ে ভোটকেন্দ্র। তবে যেহেতু দিনের অর্ধেক সময় এখনও বাকি রয়েছে তাই ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

রোববার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় জামালপুর-৪ (সরিষাবাড়ী) সংসদীয় আসনের বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে এই দৃশ্য দেখা যায়।

কথা হয় এই কেন্দ্রে ভোট দিতে আসা আব্দুস সবুর মিয়া নামে এক ভোটারের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, খুবই শান্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকালে কিছুটা ভিড় থাকলেও এখন ভোটার নাই বললেই চলে। কিছুক্ষণ পর পর ভোটাররা আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন। তবে সময় যেহেতু আছে সেহেতু ভোটার উপস্থিতি বাড়বে বলেও জানান তিনি।

৫ নম্বর বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, ভোটার উপস্থিতি তুলনামূলক কম। এই কেন্দ্রে ৪ হাজার ৩৭১ জনের মধ্যে দুপুর ১টা পর্যন্ত ৯৬১ জন ভোট প্রদান করেছেন। এর মধ্যে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। তবে সময়ের সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তিনি।

মো. নাসিম উদ্দিন/কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।