হানিফের আসনে নির্বাচন স্থগিত চান ঈগলের তণু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন স্থগিত চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তণু। একইসঙ্গে তিনি দুপুরে নিজ বাসভবনে ভোট বর্জনের ঘোষণাসহ এ বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ (নৌকা প্রতীক) পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৪ জন। সকাল ৮টা থেকে ১৪০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। তবে দুপুর দুইটা পর্যন্ত কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনেই ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।