নেত্রকোনা-৫

নির্বাচন স্থগিতের দাবি স্বতন্ত্র প্রার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

জালভোটের অভিযোগে নেত্রকোনা-৫ আসনের বিশকাকুনী ইউনিয়নের নির্বাচন স্থগিতের দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল।

এদিকে একই ইউনিয়নের পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট দিতে আসা তিন কিশোরকে আটক করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বেলা ১১টা পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলার ১৯ লাখ চার হাজার ৪০৬ ভোটার ৬৭৩ টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।