নেত্রকোনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে নিজের দক্ষিণপাড়া এলাকার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ক্রয় করেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

তিনি বলেন, এই নির্বাচনে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহীর বাহিনীরা আমার নেতা-কর্মীদের প্রাণনাশের হুমকিসহ মারধর করে যাচ্ছে শুরু থেকেই। আজ সকাল থেকেই বিভিন্ন দুর্গাপুর উপজেলা কাকরাকান্দা, নলজোড়া, আড়াপাড়া, কুমুদগঞ্জ, কলমাকান্দার সিধলী, কলমাকান্দা পাইলট স্কুল, লেঙ্গরাসহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়ায় এ নির্বাচন আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি মনে করি, এ আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

তিনি যোগ করেন, দুপুর দুইটা পর্যন্ত এ আসনের সকল ভোটকেন্দ্রে ২০ থেকে ২৫ ভাগ ভোট কাস্টিং হয়েছে। ভোট কাস্টিং বাড়ানোর লক্ষ্যে আমার এজেন্ট বের করে দিয়ে জাল ভোট দেওয়া হয়। প্রশ্নবিদ্ধ এ নির্বাচন থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিলাম। জয় বাংলা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী রীনা আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুবলীগ নেতা ষ্ট্যালিন ইবনে সাঈদ প্রমুখ।

এইচ এম কামাল/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।